এভারকেয়ারে জুবাইদা রহমান

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
এভারকেয়ারে জুবাইদা রহমান
এভারকেয়ারে জুবাইদা রহমানের গাড়িবহর। ছবি: বাংলাপোষ্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
 
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে আসেন। তার আগমন উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।
 
এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।

উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রবিবারে চলে গিয়েছে। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শরিবার ঢাকায় আসতে পারেন। এছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রবিবার সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার। 
 
বিপি/আইএইচ