উন্নত চিকিৎসার জন্য

লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

মেডিকেল বোর্ডের পরামর্শে অবশেষে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত থাকায় দ্রুত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আজ যেকোনো সময় লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্স একটি টেকনিক্যাল সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে, ফলে যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। তবে বিকল্প হিসেবে আরও কয়েকটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ চলছে।

তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শুক্রবার সকাল ১০টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন এবং লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

 

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডা. জোবাইদা রহমান ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির কাছে কাছে যাবেন। হাসপাতাল থেকে এসএসএফের নিরাপত্তায় হেলিকপ্টারে করে বিমানবন্দরে নেওয়া হবে খালেদা জিয়াকে। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে অপেক্ষায় থাকবেন তার বড় ছেলে তারেক রহমানমায়ের সঙ্গে প্রায় সাত মাস পর দেখা হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাতারের আমিরের দেওয়া সুবিধাজনক এয়ার অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতে পারলে দুই পুত্রবধূসহ ছয়জন চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তা মিলিয়ে মোট ১৫ জন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল।

তিনি আরও বলেন, যাত্রাপথে যেকোনো ধরনের জটিলতা মোকাবিলার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দল সঙ্গে থাকবেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার রাতেই কাতারের আমির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা, এবং শুক্রবার ভোরের মধ্যেই লন্ডন যাত্রা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ১৩ দিন ধরে হাসপাতালে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে

সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণের উন্নতি হলেও হৃদযন্ত্রের জটিলতা এখনো রয়ে গেছে। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন করে যুক্ত হওয়ায় চিকিৎসা পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই চীনের চারজন বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসা দলে যোগ দেন।

এদিকে তার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকরা কবে তিনি দেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

বিপি/ এএস