রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
রাজধানীতে যুবককে গুলি করে হত্যা
ছবি- সংগৃহীত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন

সোমবার ( ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকেঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে

ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর অঞ্চলের সহকারী কমিশনার মো. সরাফত উল্লাহ বলেন, গুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাপ্পুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিপি/এসআর