তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বললেন ইসি সচিব

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বললেন ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশের ভোটার নন। তবে তিনি চাইলে আবেদন করে ভোটার হতে পারেন, আর কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি প্রার্থী হওয়াও সম্ভব। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, আমার জানা মতে না। এরপর সাংবাদিকরা জানতে চান—তিনি কি নির্বাচনে প্রার্থী হতে পারবেন? জবাবে আখতার আহমেদ বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে—এ প্রশ্নে তিনি জানান, ‘এসব বিষয় ভোটার তালিকা নিবন্ধন আইনে উল্লেখ আছে। কোন ধারায় তা বলা হয়েছে জানতে চাইলে সচিব বলেন, আপনারা আইনটা দেখলেই পাবেন, আমার মুখস্থ নেই।’