দুদক অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
ছবি- সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
