ধর্ম উপদেষ্টা

‘৫৪ বছর পর সুযোগ এসেছে, সবাই ঐক্যবদ্ধ হোন’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
‘৫৪ বছর পর সুযোগ এসেছে, সবাই ঐক্যবদ্ধ হোন’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: বাংলাপোস্ট

‘সুযোগ বারবার আসে না’ উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘৫৪ বছর পর একটি সুযোগ এসেছে। একে অন্যের হাত ধরুন। সবাই ঐক্যবদ্ধ হোন। খোলাফায়ে রাশেদীনের আদলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।

ধর্ম নিয়ে কটূক্তির বিষয়ে উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, আল্লাহ ও রাসুল (স.) নিয়ে আপত্তিকর কথা বলেছে, তাদেরকে আমরা যথাদ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসুল (স.) ও কুরআন নিয়ে কোনো কটূক্তি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা কোনোক্রমেই আইন হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে।

ড. খালিদ বলেন, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শতশত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনো করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনো ব্যর্থ হয় না। আগামীদিনেও বর্থ হবে না।  

চরমোনাইয়ের স্মৃতিচারণ করে ড. খালিদ বলেন, আমি বহুবার এই ময়দানে এসেছি। এখানে মানুষ আসে দ্বীনের খোরাকের জন্য। এখানে কোনো শিরক, বেদাত নাই। এখানে সুন্নতের ওপর আমল করা হয়।

তিনি বলেন, এদেশের মানুষ সত্যিকার ইসলামকে গ্রহণ করে, জানতে চান, মানতে চান। তাদের মধ্যে আল্লাহ ভীতি আছে।

পাশাপাশি, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান উপদেষ্টা।

চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে উপদেষ্টা চরমোনাই মাদ্রাসা সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।