ফের কেঁপে উঠল রাজধানী

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
ফের কেঁপে উঠল রাজধানী
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। এর গভীরতা ১০ কিলোমিটার।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর এবং পরদিন ২২ নভেম্বর টানা ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়।

শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পনটির রিখটার স্কেল মাত্রা ছিল ৫.৭। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়।

এরপর দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়।