ডিএনসিসি প্রশাসক এজাজের অনিয়ম পেলে ব্যবস্থা: উপদেষ্টা আসিফ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
ডিএনসিসি প্রশাসক এজাজের অনিয়ম পেলে ব্যবস্থা: উপদেষ্টা আসিফ
উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি- সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক অনুসন্ধানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে আসিফ মাহমুদ সজীব বলেন, ‘অবশ্যই, যদি কোন অনিয়ম থাকে, দুদক সেটা অনুসন্ধান করতে পারে। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকে জানাবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’