হাসিনার লকারে পাওয়া স্বর্ণের বিষয়ে যা বললেন দুদক প্রধান

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
হাসিনার লকারে পাওয়া স্বর্ণের বিষয়ে যা বললেন দুদক প্রধান
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে থাকা ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও এনবিআরের টাস্কফোর্স। এসব স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

দুদক প্রধান বলেন, ভল্টে থাকা নথি অনুযায়ী শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে ও বোনেরও স্বর্ণ ছিল। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা ৭৫১নং ভল্টে ৪ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম বা ৪২২ ভরি স্বর্ণালঙ্কারসহ স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস পাওয়া গেছে। আর শেখ হাসিনা ও শেখ রেহনার নামে থাকা ৭৫৩ নং ভল্টে ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম বা ৪১০ ভরি স্বর্ণ পাওয়া গেছে। তবে পূবালী ব্যাংকের ভল্ট পরীক্ষা করা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি।

আক্তার হোসেন বলেন, ৮৩২ ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদের পুতুলের নামে আলাদা করে কত ভরি স্বর্ণ আছে- তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই স্বর্ণের বৈধতাও খতিয়ে দেখা যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অভিযান চালানো হয়। এ অভিযানে এনবিআরের টাস্কফোর্স ও দুদকসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।