কড়াইল ট্রাজেডি: পুড়ে যাওয়া জিনিস বেচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
কড়াইল ট্রাজেডি: পুড়ে যাওয়া জিনিস বেচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃশ্ব হয়েছে হাজারো পরিবার। ৫ ঘণ্টা টানা পুড়িয়ে শেষ পর্যন্ত ১৬ ঘণ্টার প্রচেষ্টায় পুরোপুরি নেভানো সম্ভব হয় সেই আগুন। সব হারিয়ে নিঃশ্ব সেই পরিবারগুলো এই ধ্বংসস্তূপেই খুঁজে নিয়েছে নিজেদের ঘুরে দাঁড়ানোর মাধ্যম।  

আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে টিন, লোহার পাইপ ও অন্যান্য ধাতব জিনিসপত্র এখন ভাঙারি হিসেবে বিক্রি করছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। আগুনে সব হারিয়ে ফেলার পর বেঁচে থাকা সামান্য ধাতবাংশ বিক্রি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা। একইসঙ্গে পরিষ্কার করছেন নিজের দখলে থাকা জায়গা।

কড়াইল বস্তির বিভিন্ন গলিতে ঘুরে দেখা যায়— সেখানকার বাসিন্দারা পুড়ে যাওয়া টিন কেটে, ভাঁজ করে ভাঙারি বিক্রেতাদের কাছে তুলে দিচ্ছেন। আর প্রতি কেজি টিন সর্বোচ্চ ২০ টাকা আর প্রতি কেজি লোহা ৩০ থেকে ৩৫ টাকা টাকা দরে কিনছেন ভাঙারি ব্যবসায়ীরা।

আগুনে সর্বস্ব হারানো কয়েকজন বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত নগদ অর্থ পেতেই তারা ভাঙারি হিসেবে নিজেদের পুড়ে যাওয়া জিনিসপত্র বিক্রি করছেন। সেই অর্থ দিয়ে আবার নতুন এক শুরু স্বপ্ন বুনছেন সকলেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতের আগুনে রাজধানীর সবচেয়ে বড় বস্তিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শত শত বসত ঘর আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। তিল তিল করে জমানো সঞ্চয় হারিয়ে বস্তির মানুষগুলো নিঃশ্ব হয়ে গেছে পুরোপুরি।