তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের নির্দেশ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের নির্দেশ
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের সংবিধানে আবারও ফিরে আসতে যাচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ২০১১ সালে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন, তা আজ সর্বসম্মতিক্রমে বাতিল ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত রিভিউ ও আপিল আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক রায় দেন।

আপিল বেঞ্চের সদস্যবৃন্দ প্রধান বিচারপতির নেতৃত্বে রায় প্রদানকারী বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ে আপিল বিভাগ বলেন, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২ (ক)-এর নির্দলীয় সরকার–সম্পর্কিত বিধানবলি, যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় সন্নিবেশিত হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে তা পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। নির্দলীয় সরকার–সম্পর্কিত বিধানবলি কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।

সেখানে আরও বলা হয়, আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এ রায় সম্পূর্ণরূপে বাতিল করা হলো।

১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু ২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই সংশোধনী বাতিল ঘোষণা করেন। তবে গত বছরের জুলাই অভ্যুত্থানে সরকারের পতন হওয়ার পর, ১৪ বছর আগের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক রিভিউ আবেদন দায়ের করা হয়।

গত ১১ নভেম্বর শুনানি শেষ হওয়ার পর আজ রায়ের দিন ধার্য ছিল। আদালতে বিভিন্ন পক্ষের হয়ে শুনানি করেন দেশের শীর্ষ আইনজীবীরা:

রিটকারীদের পক্ষে: ড. শরীফ ভূঁইয়া। (সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন এই আবেদন করেন)।

বিএনপির পক্ষে: জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল। (বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক রিভিউ করেন)।

জামায়াতে ইসলামীর পক্ষে: অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। (দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদন করেন)।

রাষ্ট্রপক্ষে: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এছাড়া ইন্টারভেনার হিসেবে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিকী, বদরুদ্দোজা বাদল, মহসীন রশিদ ও শাহরিয়ার কবির।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা বাতিল করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলও গত ১৩ নভেম্বর মঞ্জুর করেছে আপিল বিভাগ।