রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ১২:১২ এএম
রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ
রামপুরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন।ছবি- সংগৃহীত

রাজধানীতে আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহণের একটি বাসে এই আগুনের ঘটনা ঘটে।

তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা- সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে। তাদের মতে, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে আসা এক পুলিশ সদস্য জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে।

এর আগে, রাজধানীর পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার পাশে ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে গত সপ্তাহে রাজধানীর মেরুল বাড্ডা, শাহাজাদপুর ও সূত্রাপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।