রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে দফায় দফায় বিস্ফোরণের পর এবার মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ফ্লাইওভারের নিচের সড়কে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের উপর থেকে সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত নিচের সড়কে ককটেল নিক্ষেপ করে। এ সময় সড়কে থাকা এক রিকশাচালকের পায়ের কাছে ককটেলটি বিস্ফোরিত হলে তিনি আহত হন।

এদিকে, বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে এদিন বিকেল থেকেই মিরপুর এক নম্বরে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়ে অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মিরপুর-১ এ।

এ সময় মিরপুর-১ ওভারব্রিজের ওপর থেকে একজনকে আটক করে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।