রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও আগুন
স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপদেষ্টা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
পরে রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা এলাকাতেও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানী ছাড়াও গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে।
এর আগে, সন্ধ্যায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রয়োজনে গুলি করার নির্দেশও দেন তিনি।
অন্যদিকে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সবগুলো বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
