‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানা যাবে’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানা যাবে’
সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। 

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে মতভিন্নতার কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ বিষয়ে সমঝোতার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছিল সরকার। সেজন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে মতৈক্যে পৌঁছাতে ৭ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হচ্ছে সোমবার (১০ নভেম্বর), এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘সরকারের অবস্থানটা সরকার স্পষ্ট করেছে। অনেকগুলো ক্ষেত্রেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। যে বিষয়গুলোতে ঐক্যমত হয়নি সেগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো যাতে নিজেরা একসঙ্গে বসে একটা ঐকমত্যে এসে সরকারকে জানায়। রাজনৈতিক দলগুলো এখনো সেই প্রক্রিয়ায় যায়নি আমরা জেনেছি। আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে। সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করে যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখেই আমাদের সবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।’

সরকার সিদ্ধান্ত আরোপ করছে কিনা- এ বিষয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, ‘কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। যদি শুনতাম সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরও যদি সরকার সিদ্ধান্ত নিতো তাহলে কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো নয়। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে।’

‘আমরা সিদ্ধান্ত দিতে খুব বেশি সময় নেব না। আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে’, যোগ করেন পরিবেশ উপদেষ্টা।

সরকার যে সিদ্ধান্ত নেবে সেটি যদি রাজনৈতিক দলগুলো না মানে- এ বিষয়ে জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা বলেন, ‘যদি’ দিয়ে আর এখন প্রশ্ন করবেন না, সরকার সিদ্ধান্ত নিক। কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত আমরা মানব না। তাহলে আপনি কেন ‘যদি’র কথা আনতেছেন। দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে সরকারের সিদ্ধান্ত তো তাদের মানতে হবে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো পালন করতে দিতে হবে’। 

উপদেষ্টা আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভাল মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে।’