প্লট বরাদ্দে দুর্নীতির মামলা

রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি শেখ হাসিনার ৫ বছর ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

পাশাপাশি তিনজনকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলার বাকি আসামি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী  শরিফ আহমেদসহ ১৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে শেখ রেহানার নামে যেই প্লট বরাদ্দ ছিল, সেটি বাতিলের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত ২৫ নভেম্বর এ দিন ধার্য করেন একই আদালত।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন এই মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

এর আগে গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।