গ্রেফতার হলেন শেখ হাসিনার রায়ে ক্ষুব্ধ হয়ে প্রসিকিউশনকে হত্যার হুমকিদাতা
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি-প্রসিকিউশন টিমকে হত্যার হুমকিদাতা মো. শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ। শরীফের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার সাতআনি গ্রামে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার অপর আসামী রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
