হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে দুই মন্ত্রণালয়ে

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে দুই মন্ত্রণালয়ে
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোসহ পাঁচ অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর আসামী সাবেক আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুন রাজস্বাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এই মামলার রায়ের কপি দুই মন্ত্রণালয়ে ইতোমধ্যেই পাঠানোর কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রায়ের কপি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের কপি পাঠানোর কথা রয়েছে। একইসঙ্গে কপি পাঠানো হবে মামলার রাজস্বাক্ষী সাবেক আল-মামুনের কাছেও।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার পাঁচটি অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। কিন্তু রায়ে দুটি অভিযোগে ছয়টি ঘটনা আনেন ট্রাইব্যুনাল।

তারই প্রেক্ষিতে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। যা জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করবে সরকার।

এছাড়া উভয় অভিযোগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছর কারাদণ্ড হয়েছে।