৩২৪ হত্যা মামলাসহ শেখ হাসিনার নামে যত মামলা
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায় আজ (সোমবার)। পাঁচটি অভিযোজ্ঞের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রীর এই মামলার রায় হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই-আগস্ট গণহত্যার প্রথম রায়।
শুধু এই মামলাই নয়। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোয় শেখ হাসিনার ওপর সারাদেশে দায়ের করা হয়েছে ৫৮৬টি মামলা। এর ভেতর ৩২৪টি হত্যা মামলা। আর দুদকে রয়েছে ছয়টি মামলা।
অপহরণ, হত্যাচেষ্টা ও সহিংসতার মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা, হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে প্রধান আসামি করা হয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে আরও চারটি মামলা।
পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জুলাই-আগস্ট আন্দোলন-পরবর্তী সারাদেশে ১ হাজার ৬১২টি মামলা হয়েছে৷ এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে৷
এর মধ্যে হত্যা মামলা হয়েছে ৫৯৯টি এবং অন্যান্য মামলা হয়েছে এক হাজার তিনটি৷ এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশের থানা ও আদালতে ৩২৪টি হত্যা মামলাসহ ৫৮০টি মামলা দায়ের হয়েছে৷
আদালত অবমাননার অভিযোগে একটি মামলায় গত ২ জুলাই শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
