আদালতে হাজির রাজস্বাক্ষী আবদুল্লাহ আল-মামুন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
আদালতে হাজির রাজস্বাক্ষী আবদুল্লাহ আল-মামুন
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দায়ের করা মামলার রাজস্বাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১ মামলার রায়কে সামনে রেখে হাজির করা হয়েছে তাকে।

সকাল সাড়ে আটটার দিকে কড়া পাহাড়ার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় তাকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আসামী এই আবদুল্লাহ আল মামুনও। পরে রাজস্বাক্ষী হয়ে মামলার অপর দুই আসামীর বিরুদ্ধে স্বাক্ষ্য দেন সাবেক এই আইজিপি।

তবে রাজস্বাক্ষী হওয়ায় মামুনের সাজা হবে কি না, হলেও সেটি কেমন হবে পুরো বিষয়টিই ট্রাইব্যুনালের হাতে ন্যস্ত করেছেন প্রসিকিউটররা।

এর আগে গত ১৩ নভেম্বর ঐতিহাসিক এই মামলার রায়ের দিন ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।