শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামীর মামলার রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সোমবার বেলা ১১টায় ঐতিহাসিক এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

সুপ্রিম কোর্টের চার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় মুড়িয়ে রেখেছে। মাজার গেটের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় সেই রায় জনগণের দেখার জন্য ব্যবস্থা করেছে সরকার।

এর আগে গেল ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
