শাহবাগে ককটেল বিস্ফোরণ

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
শাহবাগে ককটেল বিস্ফোরণ
ছবি- সংগৃহীত

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।