যেসব অভিযোগে সর্বোচ্চ সাজা হতে পারে শেখ হাসিনার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
যেসব অভিযোগে সর্বোচ্চ সাজা হতে পারে শেখ হাসিনার
ছবি : সংগৃহীত

জুলাই আগস্টে গণহত্যার জের ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায় হতে যাচ্ছে আজ (সোমবার)।

মামলার প্রধান আসামী শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে পাঁচটি অভিযোগ। এগুলো হলো-

  • গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়া
  • হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া
  • রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা
  • রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা
  • আশুলিয়ায় ছয়জনকে পোড়ানো।

এই পাঁচ অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

মামলার প্রসিকিউশনের আশা, আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বিধায় আসামীদের সর্বোচ্চ সাজা প্রদান করবেন আদালত।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ঘোষণা করা হবে মামলার রায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে রায়ের পুরো কার্যক্রম। এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ কিছু স্থানে বড় পর্দার মাধ্যমে জনগণকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে এই রায়।