শেষ রক্তবিন্দু থাকতে আপনার কিছু হতে দেব না: জয়

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম
শেষ রক্তবিন্দু থাকতে আপনার কিছু হতে দেব না: জয়
ছবি- সংগৃহীত

‘আমাদের শেষ রক্তবিন্দু  থাকতে আপনার (শেখ হাসিনা) কিছু হতে দেব না’ বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ (সোমবার) ঘোষণা করা হবে।

মামলার অন্য দুই আসামি হলেন- পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হতে যাচ্ছে।

ফেসবুকে জয় লিখেন, ‘আপনি আমাদের মা , আমাদের আপা , আমাদের অভিভাবক। আপনাকে ছাড়া বাংলাদেশ অভিভাবকহীন, গন্তব্যহীন। আপনি নিজেও জানেন না এই দেশের মানুষ আপনাকে আজ কত মিস করে, কত ভালোবাসে। আপনার অনুপস্থিতিতে এই দেশের মানুষ কতটা অসহায়ত্ব ফিল করে তা হয়তো আপনি নিজেও জানেন না। এই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন এখন আপনি। আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকতে আপনার কিছু হতে দেব না ইনশাআল্লাহ।