ক্যামেরুনে নৌকাডুবিতে নিহত ২০

Bangla Post Desk
ইউএনবি
প্রকাশিত:২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
ক্যামেরুনে নৌকাডুবিতে নিহত ২০

ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ওই অঞ্চলের লোগোনে এত-চারি বিভাগের দারাক দ্বীপ থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

অতিরিক্ত যাত্রী, ত্রুটিপূর্ণ চালনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে ক্যামেরুনে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।