মেট্রোরেল লাইনে ড্রোন, ৯ মিনিট বন্ধ চলাচল
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:২২ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
ফাইল ছবি
মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকার কারণে রাজধানীতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। শনিবার রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত প্রায় ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মেট্রোরেলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি স্থানে ড্রোনটি পড়ে ছিল। এ কারণে সাময়িক বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। আট মিনিট পর ড্রোন অপসারণ করলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, ড্রোনটি কার কিংবা কোথা থেকে ওড়ানো হয়েছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
