ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে শাটডাউন দেয়া হবে : পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়া হবে বলে হুমকি দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
গত বছরের আগস্ট থেকে কারাবন্দী অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে ইমরান খানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
করাচি থেকে এএফপি এই খবর জানিয়েছে।
গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এক সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর ফেডারেল সরকার এবং পাঞ্জাব সরকারের কাছে এই ‘হুঁশিয়ারি’ দেন।
এক এক্স পোস্টে গান্দাপুর জানিয়েছেন, ইমরান খানকে খাবার দেওয়া হয় না। তার সেলের বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
আলী আমিন পাঞ্জাব সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘ যদি এই অবস্থা চলতে থাকে, আমরা পাকিস্তানকে বন্ধ করে দেব এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করবো’।
সোম ও মঙ্গলবার পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে বোন আলেমা এবং উজমা খান দেখা করার পর গান্দাপুর এই বিবৃতি দেন।
ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আলেমা ও উজমা বলেছেন, তারা উদ্বিগ্ন যে তাদের ভাইয়ের সঙ্গে কারা কর্তৃপক্ষ সম্মানজনক ব্যবহার করছে না।
গতকাল বুধবার ইমরান খানের পক্ষ থেকে তার এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়। বার্তায় ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেছেন, তাকে হেফাজতে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি।
ইমরান বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমার ব্যাক্তিগত চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছিল।’
এদিকে পিটিআই নেতা সাঈদ জুলফি বুখারি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বড় বিক্ষোভের মধ্য দিয়ে তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের পরিকল্পনা করছেন।