বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, রিমান্ডে পুলিশ কনস্টেবল

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, রিমান্ডে পুলিশ কনস্টেবল
প্রতীকী ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের সামশেরগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল। অভিযুক্তের নাম জাহাঙ্গীর শেখ। তাকে শুক্রবার রাতে আটক করে কাটোয়া থানার পুলিশ। শনিবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া থেকে শুরু হয় ঘটনার বিবর্তন। ফেসবুকে আলাপের পর ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয় কনস্টেবল জাহাঙ্গীর ও ওই তরুণীর। 

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন কনস্টেবল জাহাঙ্গীর। ভুক্তভোগীর দাবি, দু’মাস আগে প্রথমবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সর্বশেষ ঘটনা ঘটে ২৭ সেপ্টেম্বর। সেদিন দেখা করতে বলেছিলেন জাহাঙ্গীর। সেই অনুযায়ী ওই তরুণী কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটে পৌঁছনোর পরেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। 

তরুণীর অভিযোগ, ওই পুলিশকর্মী তাকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কৌশলে কৃষ্ণনগরে নবদ্বীপ রোডের একটি লজে নিয়ে যান। সেখানে তার ওপর যৌন নির্যাতন করা হয়।

রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় ওই তরুণীকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ছুটে এসে চিকিৎসার ব্যবস্থা করেন এবং মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এরপরই গত ২৯ সেপ্টেম্বর নির্যাতিতা কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জাহাঙ্গীর শেখ নদিয়ার তেহাট্টা থানার পলাশীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জলপাইগুড়ির ডাবগ্রামে র‍্যাফের দ্বিতীয় ব্যাটেলিয়নে কর্মরত থাকলেও বর্তমানে সামশেরগঞ্জ থানায় ডেপুটেশনে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। 

এদিকে পুরো ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিকেল রিপোর্টসহ ঘটনাস্থলের বিভিন্ন তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।