উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুই ককটেল বিস্ফোরণ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় উপদেষ্টার বাসার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

এর আগে এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এই রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। 

ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটিয়ে আসছে দুর্বৃত্তরা।