যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের হুঁশিয়ারি
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাবকে “অগ্নি নিয়ে খেলা” হিসেবে সতর্ক করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র গোউ জিয়াকুন বলেন, তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনা মুখপাত্র যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ওয়াশিংটনের পরিকল্পনা ‘এক চীন’ নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করে।
জিয়াকুন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করবে, তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করবে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে ভুল বার্তা পাঠাবে।’
বিপি/ এএস