নিজস্ব প্রযুক্তিতে রাডার ফাঁকি দিতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল বানালো পাকিস্তান

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
নিজস্ব প্রযুক্তিতে রাডার ফাঁকি দিতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল বানালো পাকিস্তান
ছবি : সংগৃহীত

পাকিস্তান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি সমুদ্র এবং স্থল—উভয় স্থানেই লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির সামরিক ও গণমাধ্যম সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং, আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর), এক বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তান নৌবাহিনী সফলভাবে এই দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে।

আইএসপিআর উল্লেখ করেছে যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি 'স্টেট অব-দি-আর্ট' নির্দেশিকা পদ্ধতি (গাইডেন্স সিস্টেম) এবং উন্নত প্রযুক্তির কৌশলী সক্ষমতা (ম্যানুভারিং ক্যাপাবিলিটি) দিয়ে সজ্জিত। এর ফলে এটি সমুদ্র এবং স্থল উভয় স্থানেই 'অত্যন্ত নির্ভুলতার সাথে' লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

ইসলামাবাদ দাবি করেছে, এই নতুন ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক অ্যাভিওনিক্স এবং ন্যাভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলস্বরূপ, এটি খুব সহজেই শত্রুপক্ষের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই মিসাইলটি নৌবাহিনীর যুদ্ধবহরে যুক্ত হলে পাকিস্তানের সামুদ্রিক প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আইএসপিআর এই সাফল্যকে ‘পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছে।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগেই পাকিস্তান দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-ফোর’-এর সফল পরীক্ষা চালিয়েছিল, যার পাল্লা ছিল ৭৫০ কিলোমিটার।