আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ নিহত ১০

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৫ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ নিহত ১০
ছবি- সংগৃহীত

মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় সময় মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়।

তিনি জানান, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেললে পাঁচ ছেলে, চার মেয়ে এবং এক নারী নিহত হন। বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পক্তিকা প্রদেশেও পাকিস্তানের আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। এতে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে, তালেবান প্রশাসন এই হামলাকে বিপজ্জনক উসকানি বলে দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তানকে এ ধরনের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।