৪৪ দিনে ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের, নিহত ৩৪২

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
৪৪ দিনে ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের, নিহত ৩৪২
ছবি: তেহরান টাইমস

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর দখলদার ইসরাইলি বাহিনী গত ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি তথ্য অফিস।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার ফলে এখন পর্যন্ত ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠ।

শনিবার এক বিবৃতিতে গাজা মিডিয়া অফিস জানায়, দখলদার ইসরাইলি বাহিনীর মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক, গুরুতর ও পদ্ধতিগত লঙ্ঘনকে আমরা সর্বোচ্চ নিন্দা জানাই।

শনিবার ইসরাইলি সামরিক বাহিনী গাজাজুড়ে নতুন করে বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে—এটি যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলা ও লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির সঙ্গে সংযুক্ত মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন। শনিবারই মোট ২৭ বার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যাতে ২৪ জন শহীদ এবং ৮৭ জন আহত হয়েছে।

গাজা কর্তৃপক্ষ আরও জানায়, এসব লঙ্ঘনের মানবিক ও নিরাপত্তাজনিত পরিণতির পূর্ণ দায় ইসরাইলকেই বহন করতে হবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরাইলের উচিত ছিল গাজায় জরুরি সহায়তা ও চিকিৎসা সামগ্রীর অবাধ প্রবেশ নিশ্চিত করা। কিন্তু দখলদার বাহিনী এখনো কঠোরভাবে এসব সহায়তা প্রবাহ সীমিত করছে।

উত্তর গাজায় বহু ফিলিস্তিনি পরিবারকে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে উল্লেখ করে গাজা কর্তৃপক্ষ আরও জানায়, ইসরাইলি সেনারা এখন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজার আরও গভীরে নিজেদের অবস্থান পুনর্গঠিত করছে।

তথ্যসূত্র: তেহরান টাইমস