যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় ফের হামলা চালালো ইসরায়েল

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় ফের হামলা চালালো ইসরায়েল
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। নতুন করে চালানো হামলায় শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন।

রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়।

গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।

এছাড়া দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরাইল অন্তত ৪৯৭ বার সেটি লঙ্ঘন করেছে। হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।