এবারে মিয়ানমারে মাটির এক কিলোমিটার গভীরে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৩ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশে একদিনে তিন দফা ভূমিকম্প হওয়ার পর এবার ভূমিকম্প অনুভূত হল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। রোববার (২৩ নভেম্বর) রাত ১২টা ৪৩ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.২।
থাইল্যান্ডের আর্থকোয়েক অবজারভেশন ডিভিশনের (টিএমডি) বরাতে ভলকানো ডিসকোভারি এ তথ্য নিশ্চিত করেছে।

মাত্রা কম হলেও শঙ্কার বিষয়টি হল ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির মাত্র ১ কিলোমিটার গভীরে; ১৮.১৮৫°উত্তর অক্ষাংশ ও ৯৭.৬২৬°পূর্ব দ্রাঘিমাংশে।
কম গভীরতায় হওয়ায় কেন্দ্রের কাছাকাছি এলাকায় দুর্বল কাঁপুনি (ইনটেনসিটি–থ্রি) অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত কোনো প্রত্যক্ষ ‘ফেল্ট রিপোর্ট’ ও জমা পড়েনি।
