বগুড়া সফরের মধ্য দিয়ে স্নিগ্ধর রাজনৈতিক যাত্রা শুরু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
বগুড়া সফরের মধ্য দিয়ে স্নিগ্ধর রাজনৈতিক যাত্রা শুরু
ছবি : সংগৃহীত

বগুড়া সফরের মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছেন গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী্ মাহী সাওয়ার (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি এ যাত্রা শুরু করেন।

এ সময় মীর স্নিগ্ধ সংবাদমাধ্যমকে জানান, তরুণদের নিয়ে কাজ করতে বিএনপিতে যোগদান করেছেন। সামনে তরুণদের নিয়ে তার দল বিএনপি বৃহৎ আকারে কাজ করবেন বলেও জানান তিনি।

মহাস্থানগড়ে মাজার জিয়ারত শেষে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ। এ সময় তার সঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।