আলোচনার মধ্যেই আফগানিস্তানে হামলা পাকিস্তানের

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
আলোচনার মধ্যেই আফগানিস্তানে হামলা পাকিস্তানের
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের ভূখণ্ডে বৃহস্পতিবার গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই এমন ঘটনা ঘটলো।

আফগানিস্তানের সেনাবাহিনীর এক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

আফগান সেনাবাহিনীর এক সূত্র এএফপিকে জানান, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই গোলাবর্ষণ ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

সূত্রটি আরও বলেন, আমরা এখনো পাল্টা আক্রমণ চালাইনি, কারণ ইস্তাম্বুলে আলোচনা চলছে, সেটির প্রতি সম্মান জানিয়ে সংযম দেখাচ্ছি।

পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অক্টোবর মাসের শুরুর দিকেও দুই দেশের সীমান্তে সংঘর্ষ হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে প্রায় ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষগুলোর একটি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে শুরু করে। বিশেষত সীমান্তপারের সন্ত্রাসবাদ ও নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের মধ্যে উত্তেজনা বাড়ে।

দুই দেশ গত ১৯ অক্টোবর কাতারে এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল, তবে গত সপ্তাহে তুরস্কে চুক্তির বিস্তারিত চূড়ান্ত করতে গিয়ে অচলাবস্থা দেখা দেয়। উভয় পক্ষই পরস্পরকে আলোচনায় ‘অসৎ উদ্দেশ্য’ প্রদর্শনের অভিযোগ তোলে।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার নতুন পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এখনো কোনো পক্ষ নিশ্চিত করেনি যে প্রতিনিধিদলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না। তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।