মাথাপিছু ঋণের ভারে চোখে অন্ধকার দেখছে ইউক্রেনীয়রা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
মাথাপিছু ঋণের ভারে চোখে অন্ধকার দেখছে ইউক্রেনীয়রা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি চিত্র।ছবি: মেহের নিউজ

ইউক্রেনের নাগরিক প্রতি মাথাপিছু জাতীয় ঋণ এখন ৬,৮২১ ডলারের দাঁড়িয়েছে। এটাই দেশটির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মাথাপিছু ঋণ। রুশ সংবাদ সংস্থা তাস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের জাতীয় ব্যাংকের তথ্য অনুসারে, দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯১ বিলিয়ন ডলার। যার মধ্যে ৭৪.৫ শতাংশ বা প্রায় ১৪২.৩ বিলিয়ন ডলার হলো বৈদেশিক ঋণ।

জনসংখ্যার হিসেবে (ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বসবাসরত প্রায় ২৮ মিলিয়ন মানুষ ধরে) প্রতি নাগরিকের গড় বৈদেশিক ঋণ ৫,০৮১ ডলার এবং অভ্যন্তরীণ ঋণ আরও ১,৭৪০ ডলার যোগ হয়।

যদি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাসরত প্রায় ৪.৫ মিলিয়ন ইউক্রেনীয় নাগরিককে এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে মাথাপিছু ঋণের পরিমাণ কিছুটা কমে বৈদেশিক ঋণ ৪,৩৭৮ ডলার এবং অভ্যন্তরীণ ঋণ ১,৪৯৮ ডলার দাঁড়ায়। 

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পুতিনের কঠোর হুঁশিয়ারি

তবে ইউক্রেনের জনসংখ্যাতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, এই অভিবাসীদের অনেকেরই দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই এবং তারা ইউক্রেনে কোনো ভবিষ্যত দেখছেন না।

এর আগে কিয়েভ সরকার অনুমান করেছিল, বর্তমান ঋণ সম্পূর্ণ পরিশোধ করতে প্রায় ৩৫ বছর সময় লাগতে পারে। তবে যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যে আরও ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলার নতুন ঋণ যোগ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।