তুরস্কের প্রতি কৃতজ্ঞতা সংকটময় সময়ে পাকিস্তানের পাশে থাকায়


সংকটময় সময়ে পাকিস্তানের পাশে থাকায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে দেয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের ঘৃণ্য ক্ষেপণাস্ত্র হামলার পর ‘শহীদদের জন্য আমাদের তুর্কি ভাইদের প্রার্থনা’র জন্য কৃতজ্ঞতা জানাই।
ভারতের হামলার পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে জানিয়েছে শেহবাজ বলেন, ‘রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং পেশাদারিত্ব দিয়ে শত্রুকে প্রতিহত করার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব।
পোস্টে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমানো এবং শান্তি নিশ্চিত করার জন্য তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ বলে শেহবাজ উল্লেখ করেন।
এর আগে পাকিস্তানে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার পর প্রথম দেশ হিসেবে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করে তুরস্ক।
বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতের বিনা উসকানিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার বিরুদ্ধে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (হাকান ফিদান) অবনতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উভয় নেতাই ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছেন।’
জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।
হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের আইএসপিআর'র দাবি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ৩টি শক্তিশালী রাফাল, একটি এসইউ ৩০, একটি মিগ ২৯ যুদ্ধবিমান। এরইমধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের গোয়ন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।
সূত্র: জিও নিউজ