ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর’

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

শীতের মাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে ঢাকার বায়ুদূষণের মাত্রাটাও। কেবল শীতকাল বলে যে দূষণের মাত্রা বেশি এমনটাও ঠিক না। লম্বা সময় ধরেই বায়ুদূষণের কবলে রাজধানী শহরটি।

গেল মাসে একদিনের জন্য বায়ুর মান উন্নতি হয়েছিল ঢাকার। কিন্তু এরপর থেকে ফের চরচেনা দূষণের শহর বনে যায় মেগাসিটি ঢাকা।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুর স্কোর ২৩৯। বায়ুমান অনুযায়ী ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। একইসঙ্গে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দুইয়ে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহরটি।

তবে ২৮৩ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহর হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে ভারতের রাজধানী নয়াদিল্লী।

পাকিস্তানের লাহোর ২২৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আর ২২৬ স্কোর নিয়ে ভারতের আরেকটি শহর কলকাতা রয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে। সংযুক্ত আবর আমিরাতের দুবাই ২০২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

একিউআই নির্দেশিকা অনুসারে, বায়ুমানের ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ স্কোর ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।

১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।