কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
ঢাকার আকাশ আজ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রাজধানীর আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিপি/ এএস
