‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ—এখানে কোনো ধর্মের মানুষকে দমন করা যাবে না; সব ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।
একই সঙ্গে ক্ষমতায় গেলে- অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনেরও ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। তবে এ ক্ষেত্রে দুটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।
শর্ত দুটি হচ্ছে— যেকোনো ধরনের দুর্নীতিতে জড়ানো এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা অনুষ্ঠানটির আয়োজন ও পরিচালনা করেন।
এ সময় জামায়াত আমির বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে।
জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। তবে দেশটির কাছে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন।
তিনি এ সময় প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে প্রবাসীদের দেশে গিয়ে ভোট দেওয়ারও অনুরোধ করেন।
ডা. শফিকুর আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।
বিপি/এনএস