মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী
প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন নাদিন আইয়ুব। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কোনো প্রতিযোগী। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন নাদিন আইয়ুব।

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সি নাদিন মূলত পশ্চিম তীরের রামাল্লার বাসিন্দা। ফিলিস্তিনি এই মডেল সুন্দরী ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন।

মিস ইউনিভার্সের মঞ্চে বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন ‎নাদিন। পাশাপাশি ‎পুষ্টিবিদ হিসেবেও কাজ করেন। ‎কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ‎২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুটও ওঠে তার মাথায়।

Nadine Ayyub to represent Palestine at Miss Universe - Zamin.uz, 20.08.2025

২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায়ও প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নেন নাদিন। ‎যা ছিল কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন।

নাদিন আইয়ুব বলেন, আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।

Dubai-Based Nadeen Ayoub Is The First Palestinian Miss Universe Contestant

শিক্ষা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেন ‘গ্রিন অলিভ একাডেমি’।

এটি একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান। ‎ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব নাদিন। ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’–এর প্রতিনিধিও তিনি।

La robe hautement symbolique de Miss Palestine, Nadeen Ayoub, à Miss Univers

এবারের মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ মাথার মুকুট হিসেবে পরেছেন নাদিন। পাশাপাশি গাউনে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে ছিল জলপাই গাছের মোটিফ। তার ভেতরে রয়েছে আল আকসা মসজিদ।