প্রাণনাশের হুমকির অভিযোগ চিত্রনায়িকার
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না চিত্রনায়িকা পপিকে। এমনকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই হুমকি দিয়েছেন তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী বলে অভিযোগ করেছেন অভিনেত্রী নিজেই।
তিনি জানান, গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেনের মৃত্যুতে তিনি বাড়িতে যেতে চাইলেও হুমকির কারণে চাচার লাশ দেখতে যেতে পারেননি তিনি।
পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। নিজের সম্পত্তি বুঝে চাইলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখান তারেক। এমনকি খুলনার মাটিতে গেলেও তিনি বেঁচে ফিরতে পারবেন না বলে তাকে হুমকি দেওয়া হয় তাকে।
পপি বলেন, আমার চাচা যখন বাইরের লোকদের কাছে জমি বিক্রয় করছিলেন, তখন আমি আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে আমি নিজেই আমার সঞ্চয়ের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করি। আমার চাচা ২০০৭ সালেই জমি রেজিট্রি করে দিয়েছেন। কিন্তু এর কয়েবছর পর যখন আমি আমার জায়গা বুঝে নিতে যাই তখনই আমাকে হুমকি দেওয়া হতো।
জানা যায়, শুধু পপিকে নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়েছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় সংবাদ সম্মেলনও করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে কয়েক দফা ফোন করলেও ফোন রিসিভ করেননি তারেক। তার স্ত্রী মুক্তা ফোন রিসিভি করলেও এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি।
