‘জীবনের থেকে ওড়না বেশি গুরুত্বপূর্ণ’
শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ব্যতিক্রমী বার্তা দিয়ে ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আলোচনার কেন্দ্রে এসেছেন।
ভূমিকম্পের আতঙ্কে সাধারণ মানুষ যখন তড়িঘড়ি করে ভবন থেকে বেরিয়ে আসেন, সেই জরুরি পরিস্থিতিকে কেন্দ্র করেই এই অভিনেত্রী একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দিয়েছেন।
ভূমিকম্পের ঘটনাটির পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ। ভূমিকম্প ফ্যাক্ট।”
ধারণা করা হচ্ছে, এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী সেই নারীদের পরিস্থিতি তুলে ধরেছেন, যারা ভূমিকম্পের সময় অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হতে বাধ্য হন। অর্থাৎ, তীব্র আতঙ্ক ও জীবন বাঁচানোর তাড়নায় জরুরি পরিস্থিতিতেও অনেক নারী পোশাক বা ওড়না ঠিক করার দিকে মনোযোগ দেন, যা ক্ষেত্রবিশেষে বিপজ্জনক হতে পারে।
অভিনেত্রীর এই ব্যতিক্রমী পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। অনেকেই চমকের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তার সচেতনতামূলক প্রচেষ্টার প্রশংসা করেছেন।
তবে কেউ কেউ এর বিপরীত মতও দিয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “জান বাঁচানো ফরজ।” অর্থাৎ, জীবন বাঁচানোই এমন জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এই ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে।
৫.৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাথমিক তথ্যানুযায়ী ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে কেবল এই পোস্টই নয়, ভূমিকম্পের পর অভিনেত্রী চমককে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সচেতনতামূলক পোস্ট দিতে দেখা গেছে। তার এই দায়িত্বশীল আচরণের জন্য ভক্ত এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
