সালমানের বাড়িতে গুলি চালানো সেই আনমোল বিষ্ণোই গ্রেফতার

Bangla Post Desk
বিনোদন ডেস্ক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সালমানের বাড়িতে গুলি চালানো সেই আনমোল বিষ্ণোই গ্রেফতার
ছবি : সংগৃহীত

সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে ফেরার পরপরই দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

গেল এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৯ নভেম্বর) তাকে ভারতে ফিরিয়ে আনা হয়।

গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির একটি আদালতে তোলা হলে বিচারক তাকে ১১ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন।

এই আনমোল বিষ্ণোই ভারতে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইয়ের ভাই।

বেশ কয়েকটি হাইপ্রোফাইলসহ ভারতে ৩১টি মামলার আসামি আনমোল। এর মধ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

এছাড়াও, আলোচিত রাজনীতিবিদ ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।