বাংলাদেশে আসছেন আতিফ আসলাম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের প্রতি সম্মান জানাতে আবারও একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করতে চলেছে 'স্পিরিট অব জুলাই'। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ইকোস অব রেভল্যুশন ২.০’। এই জমকালো সংগীত সন্ধ্যায় মূল আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী আতিফ আসলাম।
আয়োজকদের ভাষ্যমতে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং অভ্যুত্থানের চেতনাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।
কনসার্টটি আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকার আর্মি স্টেডিয়াম অথবা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর মধ্যে যেকোনো এক ভেন্যুতে হবে কনসার্টটি।
অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করতে শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না আয়োজকরা। কনসার্টের পাশাপাশি থাকবে জুলাই বিপ্লব সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও মঞ্চনাটক।
আয়োজকরা নিশ্চিত করেছেন যে কনসার্ট থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ এবারও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে (JSSF) প্রদান করা হবে।
এর আগে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল। সেই আয়োজনে গান গেয়েছিলেন প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান এবং দেশের জনপ্রিয় শিল্পীরা। ওই কনসার্ট থেকে মোট ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে জমা দেওয়া হয়েছিল।
