দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের অভিযোগ, কড়া জবাব নোরার
আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির নাম। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক পাচারের তদন্তে আরও বেশ কয়েকজন তারকার সঙ্গে উঠে এসেছে নোরার নামও।
আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে তার নাম যুক্ত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল্ড হচ্ছেন নোরা। সেসব নিয়ে এবার নীরবতা ভেঙে ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন লাস্যময়ী অভিনেত্রী। ঠিক কী বলেছিলেন নোরা ফাতেহি?
নোরা ফতেহি সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে ট্রোলারদের তীব্র সমালোচনা করেছেন নোরা।
লিখেছেন, ‘আমি পার্টিতে যাই না। আমি ক্রমাগত কাজ করি। আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। আর আমি এ ধরণের লোকদের সঙ্গে নিজেকে যুক্ত করি না। যদি আমি বিরতি নিই, তাহলে আমি দুবাইতে আমার বাড়িতে বা আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি…।’
নোরা তার নোটে আরও লিখেছেন, ‘আমার মনে হয় আমার নামটা একটা সহজ লক্ষ্য। কিন্তু আমি আর এটা হতে দেব না। অনেকে আমার নাম খারাপ করার চেষ্টা করেছেন, তারা মিথ্যা বলেছেন, কিন্তু কিছুই কাজে আসেনি। যখন অনেকে আমার নাম খারাপ করছিল তখন আমি চুপ করে ছিলাম। কিন্তু এখন, দয়া করে আমার ছবি এবং নাম এমন বিষয় থেকে দূরে রাখুন যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটার জন্য অনেকটা মূল্য দিতে হতে পারে।’
নোরা ফাতেহিকে শেষবার আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’ সিনেমায় ‘দিলবার কি আঁখোন কা’ গানে দেখা গিয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীকে শীঘ্রই দক্ষিণ ভারতীয় হরর ফিল্ম ‘কাঞ্চনা-৪’ এ দেখা যাবে।
