বৃত্তির টাকা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
বৃত্তির টাকা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের বৃত্তির টাকা দ্রুত ও নির্ভুলভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (ইএফটি) পাঠানোর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে কড়া পদক্ষেপ নিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির টাকা যথাসময়ে পেতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে এমআইএস (MIS) সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি অধিদফতরের একিউএইউ সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যসহ সব শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত তথ্য অবশ্যই এই সময়ের মধ্যে সফটওয়্যারে আপলোড করতে হবে।

নির্দেশনায় বিশেষ করে সেসব শিক্ষার্থীর তথ্য সংশোধনের ওপর জোর দেয়া হয়েছে, যাদের বৃত্তির অর্থ ব্যাংক হিসাব সংক্রান্ত ভুলের কারণে ‘বাউন্স’ হয়ে ফেরত এসেছে। এই ভুলের মধ্যে রয়েছে: ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বরের ত্রুটি; যৌথ/একক হিসাব সংক্রান্ত বিভ্রাট; অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ বা নিষ্ক্রিয় থাকা।

মাউশি জানিয়েছে, আগে যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত হয়নি, এবার তাদের তথ্যও নতুনভাবে এন্ট্রি করা যাবে। তবে সব ধাপ অনুসরণ করে তথ্য হালনাগাদ করতে হবে। কারণ, তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকায় অনেক শিক্ষার্থীর অর্থ যথাসময়ে পাঠানো সম্ভব হচ্ছে না।

শিক্ষার্থীদের আর্থিক সুবিধার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাউশি সতর্ক করে বলেছে, বৃত্তির তথ্য এন্ট্রি বা সংশোধনে যদি কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ৩০ নভেম্বরের সময়সীমা কঠোরভাবে মেনে চলে বৃত্তির টাকা বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।