Daily Bangla Post

সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাককে বহনকারী পু‌লিশভ‌্যানে ডিম নিক্ষেপ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম
সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাককে বহনকারী পু‌লিশভ‌্যানে ডিম নিক্ষেপ

সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাককে আদাল‌তে নেওয়ার সময় বিক্ষোথ করেছে একদল মানুষ। এ সময় তা‌কে বহনকারী পু‌লিশভ‌্যান লক্ষ‌্য ক‌রে ডিম নি‌ক্ষেপ ক‌রা হয়।

বুধবার (১১ ডি‌সেম্বর) বি‌কে‌লে টাঙ্গাইল আদালত প্রাঙ্গ‌ণে এ ঘটনা ঘ‌টে। প‌রে প‌রি‌স্থিতি নিয়ন্ত্রণে আনতে পু‌লিশ লা‌ঠিচার্জ ক‌রে। 

এ দিন আদাল‌তে আব্দুর রাজ্জাকের জা‌মিন আবেদ‌নের ওপর শুনা‌নি ছিল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিনসহ কয়েকজন বলেন, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ইমন হত্যা মামলায় আদালতে তোলার খবরে আমরা আদালত চত্বরে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকি। পরে তাকে আদালতে তোলার জন্য আনা হলে প্রায় ১০ মিনিট অপেক্ষা করে গাড়ি ফেরত নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।  

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, সাবেক কৃষিমন্ত্রীকে জামিন শুনানির জন্য আদাল‌তে আনা হলে জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে আসামিকে নেওয়ার সময় পুলিশকে বাধা দেন শিক্ষার্থীরা। প‌রে পুলিশ লাঠিচার্জ করে।